
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় আলোচনা সভা, সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর মঞ্চে এই আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি তার বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানান এবং দ্রুত তার সুস্থতা কামনা করেন।
উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মো. জাকির হোসেন নান্নু। বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ নজরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এ বি এম মুকুল।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এসবি/এমআর