গৌরনদীতে নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

সারাদেশের মতো বরিশালের গৌরনদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গৌরনদী সরকারি কলেজ মসজিদ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি ও সহযোগী সংগঠন। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জহির। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য এস. এম. মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ নেতা ও মুক্তিযোদ্ধা এস. এম. আপজাল হোসেন সিকদার, সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ মাহফুজ, মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনেয়ারা বেবী, যুবদল নেতা এম এ গফুর, মো. মানিক মৃধা, আবুল হোসেন লাল্টু, আক্তার হোসেন বাবুল, কাজী সরোয়ার ও জাকির হোসেন প্রমুখ।

সভা যৌথভাবে পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা মো. হেমায়েত তালুকদার এবং গৌরনদী উপজেলা ছাত্রদল সভাপতি মো. রুবেল হোসেন।

এর আগে মো. মনিরুজ্জামানের নেতৃত্বে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল মিছিল সভাস্থলে প্রবেশ করে। উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকেও পৃথক মিছিল এসে যোগ দেয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা-বরিশাল মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় পুরো কার্যক্রম।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:১৫ ● ১৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ