নেছারাবাদে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫


নেছারাবাদে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক বনায়নের অংশ হিসেবে নেছারাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ বছর দেশের ৬৪ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি জমিতে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) নেছারাবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি জমিতে ১০২টি বিভিন্ন জাতের আমের চারা রোপণ করা হয়। এদিন উপজেলার মোজাদ্দেদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৫২টি, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে ৩০টি এবং নেছারাবাদ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ২০টি আমের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, উপজেলা প্রশিক্ষক মোঃ রাসেল হোসেনসহ আনসার ও ভিডিপির ভাতাভুক্ত সদস্যবৃন্দ।
এ সময় জেলা কমান্ড্যান্ট ইসমাইল হোসেন বলেন, বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে সামাজিক বনায়নের অংশ হিসেবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের অন্যান্য জেলার ন্যায় পিরোজপুরের বিভিন্ন উপজেলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আমি এই মহতী উদ্যোগের জন্য মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও মহতী উদ্যোগ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুপ্রেরণায় অন্যান্যরাও যেন বৃক্ষরোপণ ও বনায়নে উৎসাহী হয়।

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৮ ● ১৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ