পবিপ্রবি শিক্ষার্থীদের এগ্রি ব্লকেট কর্মসূচি পালন
হোম পেজ »
পটুয়াখালী »
পবিপ্রবি শিক্ষার্থীদের এগ্রি ব্লকেট কর্মসূচি পালন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩দফা বাস্তবায়ন দাবিতে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি)শিক্ষার্থীরা।
গতকাল রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন বিশ^বিদ্যালয় চত্ত্বর এলাকায় পবিপ্রবি ঐক্য পরিষদের ব্যানারে ৩শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে দেড়ঘন্টার ব্লকেট কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশে পবিপ্রবি ঐক্য পরিষদের আহবায়ক মো: শাহরিয়ার ইকবাল লিমন , যুগ্ম আহবায়ক গাজী রেজোয়ানা হাসান, কৃষি অনুষদের শিক্ষার্থী মো: জাকির হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। বক্তরা ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি প্রত্যক্ষ্যান করে অবিলম্বে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩দফা বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির কারণে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ও বরগুনাসহ দক্ষিনাঞ্চলের সকল রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টায় দুমকি থানার অফিসারইনচার্জ মো: জাকির হোসেন ঘটনাস্থলে পৌছে নেতৃবৃন্দকে আশ^স্ত করলে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এমআর
বাংলাদেশ সময়: ১৪:০৯:১৪ ●
৯৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)