‎পিরোজপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

হোম পেজ » পিরোজপুর » ‎পিরোজপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার জুনিয়া গ্রামের ওই গৃহবধূর নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। ‎নিহত আসমা আক্তার উপজেলার জুনিয়া গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।

‎নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসেছিলেন আসমা। কিছুক্ষণ পরে তাঁর পুত্রবধূ এসে দেখেন শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।

‎ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৫:৩২ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ