মোংলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

হোম পেজ » খুলনা » মোংলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫


 

মোংলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোংলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২৩) এর ১১(গ) ধারায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওমর ফিরোজ (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সকালে মাধবি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

ওমর ফিরোজ বুড়িরডাঙ্গা ইউনিয়নের আব্দুল রাজ্জাকের ছেলে। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানে ইনল্যান্ড মাস্টার পদে কর্মরত।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন চলতি বছরের ১৩ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি পলাতক ছিলেন। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সোমবার দুপুরে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী স্ত্রী রায়হানা শারমিন জানান, ২০১২ সালে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করতেন। একপর্যায়ে তার বাবা সিদ্দিকুর রহমান টাকা খরচ করে ওমর ফিরোজকে বন্দর কর্তৃপক্ষে চাকরি পাইয়ে দেন। এরপরও নির্যাতন চলতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গত ১৩ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩২:৩৭ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ