কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারকে বিদায়ী সংবর্ধনা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারকে বিদায়ী সংবর্ধনা
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫


 

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারকে বিদায়ী সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার বেলা ১১টায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে ট্যাগ অফিসার ও কলাপাড়া বন কর্মকর্তা মোঃ মনিরুল হককে।

উপস্থিত ছিলেন প্রধান অতিথি সিপিপি সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম.এ জলিল তালুকদার, ইউপি সদস্য আব্দুর রব, মোঃ সোবহান বিশ্বাস, মোঃ খলিল মল্লিক, সাখাওয়াত হোসেন মাসুদ, সালমা বেগম, নাহিদা আক্তার মুক্তা ও রাবেয়া আক্তারও উপস্থিত ছিলেন।

গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। ট্যাগ অফিসারের হাতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:২৪ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ