
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ-লাকুটিয়া সড়ক সংস্কারে একমাসের আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ অংশ নেন।
এসময় বক্তারা জানান, বাবুগঞ্জ থেকে বরিশাল নতুনবাজার পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবুগঞ্জ উপজেলাধীন লাকুটিয়া-বাবুগঞ্জ ৬ কিলোমিটার অংশ দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে। এ পথে শুধু বাবুগঞ্জ নয়, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের মানুষও যাতায়াত করেন।
তাঁরা আরও বলেন, আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে উপজেলা ও জেলা প্রশাসকের কার্যালয়সহ এলজিইডি অফিস ঘেরাও করা হবে। বর্ষায় এ দুর্ভোগ আরও তীব্র হয়। উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দল এককাতারে রয়েছে বলেও জানান তাঁরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, এটি হাজারো মানুষের যাতায়াতের একমাত্র সড়ক। সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। জনগণের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপাশা বিএনপি সভাপতি মো. আলমগীর হোসেন স্বপন, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, জামায়াত নেতা মো. জামাল হোসেন, বিএনপি নেতা ইউসুফ হোসেন মাস্টার, জাকির হোসেন, মহানগর ছাত্রদল সহ-সভাপতি আজিজুল হক, ইউপি সদস্য জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুল হালিম, ছাত্রনেতা মো. সাইফুল আকন, বিএনপি নেতা হুমায়ুন কবি, মাসুম রেজা রুবেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।