মনপুরায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট হত্যায় একজনের যাবজ্জীবন

হোম পেজ » ভোলা » মনপুরায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট হত্যায় একজনের যাবজ্জীবন
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫


 

নিহত মো আলাউদ্দীন। ছবি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার মনপুরায় ব্যবসায়ীক দ্বন্দের জেরে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট আলাউদ্দিন হত্যার ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি তিন আসামীকে খালাস দেওয়া হয়েছে।

রায় বুধবার (২৭ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ ও চৌকি আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী আবুল কালাম, চরফৈজুদ্দিন গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অপর তিন আসামী মো. জয়নাল, এস. এ. কালাম ও মো. রনি একই এলাকার বাসিন্দা।

নিহত আলাউদ্দিন মনপুরার ফকিরহাট বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা ও সার-কীটনাশকের ব্যবসা করতেন। ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এস. এ. কালাম তার চাচাতো ভাইর ছেলে জয়নাল, জয়নালের বন্ধু আবুল কালাম ও খালাতো ভাই মাকসুদকে নিয়ে হত্যার পরিকল্পনা করে।

২০১৯ সালের ৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আলাউদ্দিন বাড়ি ফেরার সময় আবুল কালাম ও মাকসুদ তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। পরিবারের লোক পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

পরের দিন ৭ অক্টোবর নিহতের ভাই মো. জাফর ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। আদালত আবুল কালামকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানার দণ্ড দেন।

অপর তিন আসামীর অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি তিন আসামী মাকসুদ, শাহীন ও শামীমের বিচার বর্তমানে ভোলা শিশু আদালতে চলছে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৪১ ● ২২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ