গৌরনদীতে এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান: জরিমানা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান: জরিমানা
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫


 

গৌরনদীতে এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও বাঁশি খাবার বিক্রির অভিযোগে এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালানো হয়।

পরিদর্শনে দেখা যায়, রেস্টুরেন্টে নোংরা পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছিল। এছাড়া বাঁশি খাবার ডিপ ফ্রিজে রেখে পুনরায় বিক্রি করা হচ্ছিল।

সত্যতা পাওয়ার পর হোটেল মালিক রাশেদ আকনকে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালীন সময় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪০ ● ২০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ