পুলিশের লুট হওয়া পিস্তল মংলায় উদ্ধার, আটক-১

হোম পেজ » খুলনা » পুলিশের লুট হওয়া পিস্তল মংলায় উদ্ধার, আটক-১
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫


বাগেরহাটে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার, আটক-১

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

চট্টগ্রামে থানা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল উদ্ধারসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলা থেকে পিস্তলসহ কামাল নামের এক ব্যক্তিকে আটক করে।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আনিসুর রহমান ডিবি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ রমিজ উদ্দিনের নেতৃত্বে মোংলায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকারীরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামাল নামের এক ব্যক্তিকে আটক করেন।

আটক কামাল উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের  আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে। পরবর্তীতে কামালের স্বীকারোক্তি অনুযায়ী মালগাজী এলাকার তার নিজ বসতবাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পূর্বে পুলিশের থানা লুটকৃত অস্ত্রের অন্তর্ভুক্ত। গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মহানগরে নিয়ে যাওয়া হচ্ছে।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৮:২২ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ