নেছারাবাদে জমির বিরোধে শিক্ষকের বিরুদ্ধে হুমকির অভিযোগ

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে জমির বিরোধে শিক্ষকের বিরুদ্ধে হুমকির অভিযোগ
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫


 

নেছারাবাদে জমি নিয়ে বিরোধ, শিক্ষকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মো. ইউনুস আলী নামে এক ব্যক্তি শিক্ষক তরুণ কুমার মজুমদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, জগন্নাথকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তরুণ কুমার মজুমদার ও তার সহযোগী মো. কেরামত আলী দীর্ঘদিন ধরে ইউনুস আলীর ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। জমিতে নার্সারি ও গাছপালা রয়েছে বলে জানান তিনি।

ইউনুস আলীর দাবি, জমি দখল না পেয়ে ওই শিক্ষক তাকে ও তার পরিবারকে বারবার মারধর ও খুনের হুমকি দিচ্ছেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হয়েছে। এমনকি তার বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টও দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে শিক্ষক তরুণ কুমার মজুমদার বলেন, আমি কাউকে হুমকি দিইনি। আমাদের পূর্বপুরুষের জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছে ইউনুস আলী।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি-আমিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪২ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ