কলাপাড়ায় বিএনপি নেতার বিয়ের প্রলোভনে সর্বস্ব হারানোর অভিযোগ নারীর

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বিএনপি নেতার বিয়ের প্রলোভনে সর্বস্ব হারানোর অভিযোগ নারীর
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫


বিএনপি নেতার বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রলোভনে ৪৭ লাখ টাকা ও সম্পত্তি হারিয়ে লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর প্যাদার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৪৩ বছর বয়সী মরিয়ম বেগম। মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মরিয়ম বেগম বলেন, তার স্বামী কামাল হোসেনের মৃত্যুর পর মজিবর প্যাদা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের সম্পত্তি আত্মসাৎ করেছেন। চার বছর আগে ভুয়া কাবিন নামার মাধ্যমে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। ২০২১ সালে বসতবাড়ি ও জমি পায়রা বন্দরের অধিগ্রহণে ৪৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়। স্ত্রী ও স্বামীর অধিকার আদায়ের চেষ্টা করলে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করা হয়।

মরিয়ম বেগম প্রশাসনের সহযোগিতা চান, তার স্বামী ও পরিবারের সম্পত্তি ফেরত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে। তিনি বলেন, আমি একজন অসহায় নারী। আমার প্রতি সংঘটিত অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই।

অভিযুক্ত মজিবর প্যাদা বলেন, মরিয়ম বেগমের সঙ্গে আমার কোন বৈবাহিক সম্পর্ক নেই। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৬:০৯ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ