গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়ম: ডিলার আটক

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়ম: ডিলার আটক
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫


গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়ম: ডিলার আটক

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন রতনদী তালতলী ইউনিয়নের ফেয়ার প্রাইজ ডিলার সাগর হোসেন দুদা এবং তার ভাই দাদন মিয়া।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার নিজহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অনিয়মের সত্যতা পান এবং তাদের আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার সাগর হোসেন প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ৩০ কেজি চালের বিপরীতে ৪৫০ টাকা নিলেও সরবরাহ করেছেন মাত্র ২৬ কেজি ৫০০ গ্রাম চাল। পাশাপাশি নতুন কার্ড প্রদানের নামে প্রতিজনের কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করেন। মোট ৪০১ জন কার্ডধারীর জন্য ১২ টন ৩০ কেজি চাল বরাদ্দ থাকলেও মাত্র ৫২ জনকে বিতরণের পরই অনিয়ম প্রকাশ্যে আসে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহামুদুল হাসান জানান, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার ডিলারশিপ বাতিল করা হবে। উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. নুর আলম বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

গলাচিপা থানার উপ-পরিদর্শক সুমন রঞ্জন বলেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১১ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ