কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে নারীকে পিটিয়ে জখম

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে নারীকে পিটিয়ে জখম
শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মরিয়ম (৫০) নামে এক নারীকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত নারীর নাম পরিচয় ও স্থান নির্দিষ্ট। তিনি বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি বৃহস্পতিবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে ঘটে। অভিযোগে বলা হয়, মরিয়মের ভোগদখল জমিতে তার বড় ভাই মজিবর মাঝি (৫৫) ও কামাল পেদা (৬০) জোর করে চাষাবাদ শুরু করেন। বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

মরিয়ম কাঁদতে কাঁদতে বলেন তার ওপর বুকে, পিঠে ও পেটে লাথি এবং কিল-ঘুষি করা হয়েছে। তিনি বলেন, এক পর্যায়ে জ্ঞান হারান এবং মাটিতে পড়ে যান। পরে ছেলে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়।

অভিযুক্ত মজিবর মাঝির নম্বরে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া গেছে। অভিযোগ আনা কামাল পেদা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা মরিয়মকে মারধর করিনি। অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এ নাটক বানিয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৪:১০ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ