গোপালগঞ্জে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হোম পেজ » গণমাধ্যম » গোপালগঞ্জে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫


 

গোপালগঞ্জে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে উত্তরবঙ্গের পাঠকপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাব চত্বরে এই অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মো. শামীম আল মাসুম।

প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক এসএম হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, যুগ্ম মহাসচিব জয়ন্ত শেরালী, সিনিয়র সাংবাদিক ও দৈনিক বাংলা জাগরণের শেখ ফরিদ আহমেদ, দৈনিক নয়া দিগন্ত ও আনন্দ টিভির সাংবাদিক সেলিম রেজা, আজকের পত্রিকা ও দেশ টিভির সাংবাদিক জাবেরুল ইসলাম বাঁধন, দৈনিক প্রতিদিনের কাগজের সোহাগ সেন এবং সাংবাদিক আরমান মোল্লা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সঞ্চালনা করেন দৈনিক ভোরের পাতা পত্রিকার সাংবাদিক হেমন্ত বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৪:০০:২২ ● ৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ