সভাপতি সুমন, সম্পাদক আমু মোংলায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন

হোম পেজ » খুলনা » সভাপতি সুমন, সম্পাদক আমু মোংলায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক (বাগেরহাট)

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে ‘ফিশনেট’ প্রকল্পের আওতায় বাগেরহাটের মোংলায় বহুপক্ষীয় অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক গঠিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে উত্তরণ, যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায়।

মঙ্গলবার সকাল ১০টায় মোংলা অফিসার্স ক্লাবে বিভিন্ন শ্রেণি-পেশার ২৩ জন প্রতিনিধির উপস্থিতিতে নেটওয়ার্কের কার্যকরী কমিটি গঠন হয়। উদ্বোধনী ও স্বাগত বক্তব্য দেন মোংলার মেরিন ফিশারিজ অফিসার মো. সালজার রহমান। তিনি বলেন, এই নেটওয়ার্ক মৎস্যজীবীদের সমস্যা সমাধান ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন ডব্লিউজিসিসি প্রকল্প ব্যবস্থাপক (ফিশনেট) বিলকিস খাতুন,  লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে আলোচনা করেন উত্তরণের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান। পরে ব্যালট ভোটে সভাপতি ও সহ-সভাপতি (নারী) নির্বাচিত হয়।

সভাপতি পদে ২৩ ভোটের মধ্যে ১২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. সুমন হাওলাদার। তার প্রতিদ্বন্দ্বী বিদ্যুৎ মন্ডল পান ১১ ভোট। সহ-সভাপতি (নারী) পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন রিংকু দর্জি, তার প্রতিদ্বন্দ্বী চন্দ্রিকা মন্ডল পান ৭ ভোট। অন্যান্য পদে প্রস্তাব ও সর্বসম্মতিতে নির্বাচন সম্পন্ন হয়।

১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মো. সুমন হাওলাদার, সহ-সভাপতি- রিংকু দর্জি, সহ-সভাপতি- মাষ্টার মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক আমির হোসেন আমু, যুগ্ম সম্পাদক- প্রতাপ কুমার মন্ডল ও কমলা রানী, কোষাধ্যক্ষ- মনির তালুকদার, প্রচার সম্পাদক- সোহাগ মিলন, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক- শ্যামল মন্ডল, অফিস ও ডকুমেন্টেশন সম্পাদক- মনির হাসান, সদস্য- হাসান মাহমুদ, আবদুর রশিদ, চন্দ্রিকা, বিদ্যুৎ মন্ডল ও হাসিব সরদার।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০৩ ● ৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ