কুয়াকাটায় ৫ কোটি টাকার মেরিন ড্রাইভে অনিয়ম, দুদকের পরিদর্শন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ৫ কোটি টাকার মেরিন ড্রাইভে অনিয়ম, দুদকের পরিদর্শন
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫


কুয়াকাটা সৈকতে দুদকের পরিদর্শন টিমসাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ১ হাজার ৩০০ মিটার মেরিন ড্রাইভ ঢেউয়ের ঝাপটায় সম্প্রতি সাগরে ভেসে গেছে, গণমাধ্যমে এ বিষয়ে খবর হলে টনক নড়ে দুদকের। সবশেষ দুর্নীতি দমন কমিশন (দুদক) আলোচিত প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পেয়েছে।

মঙ্গলবার সকালে দুদকের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাস এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন। এর আগে তার নেতৃত্বে কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন এলাকায় সোমবার শেষ বিকেলে ওই টিম সমুদ্রে ভেসে যাওয়া নির্মানাধীন সড়কটি পরিদর্শন করেন। এ সময় উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এটি একটি অপরিকল্পিত প্রকল্প ছিল। ৪ কোটি ৮৬ লাখ টাকার মধ্যে ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হলেও তা সাগরে ভেসে গেছে। শুরুতেই টেকসই পরিকল্পনা নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং প্রতিবেদন দ্রুত কমিশনের কাছে জমা দেওয়া হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৪৭:৪১ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ