দশমিনায় সাংবাদিকের ভাইয়ের জানাজায় মানুষের ঢল

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় সাংবাদিকের ভাইয়ের জানাজায় মানুষের ঢল
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫


 

দশমিনায় সাংবাদিকের ভাইয়ের জানাজায় মানুষের ঢল

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া জায়েদ মোল্লার বড় ভাই শফিকুল ইসলামের জানাজায় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষের ঢল নামে। মঙ্গলবার সকাল ১০টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা সম্পন্ন হয়।

নিহত শফিকুল ইসলাম সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে মারা যান। পরে সোমবার বিকেলে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে দশমিনায় নিয়ে আনা হয়। পরিবার জানায়, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শফিকুল ইসলাম দশমিনা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত আব্দুল কাদের মোল্লার মেজ ছেলে ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৪ বছর। তিনি মা, স্ত্রী, এক কন্যা, চার ভাই এবং দুই বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জানাজায় অংশ নেওয়া উপস্থিতরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকদের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১২:০০:৩৬ ● ১২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ