
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ। বিএনপি বারবার সুযোগ পেয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে ব্যর্থ হয়েছে।
রোববার বিকেলে বরিশালের গৌরনদী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি করিম বলেন, আওয়ামী লীগের কাজ এখন বিএনপি করছে, একই বক্তব্যও দিচ্ছে। বিএনপি ক্ষমতায় ছিল ১৯৮১, ১৯৯১ ও ২০০১ সালে। তবুও তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারেনি। এখন ইসলামকে সুযোগ দিন। ইসলামকে বিজয়ী করে ক্ষমতায় আনুন। আমরা ব্যর্থ হব না, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন এবং বরিশাল-১ আসনের হাতপাখা প্রতীক প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী।
এছাড়াও বক্তব্য দেন বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা আরমান সোহান রিয়াদ, গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা এমদাদ হোসেন, আগৈলঝাড়া উপজেলা সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, সেক্রেটারি মো. পারভেজ মিয়া, গৌরনদী পৌর শাখার সভাপতি মো. ওবায়েদুল হক নবী, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মিরাজুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. নাসিরউদ্দিন শাহ, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি এইচএম সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ শাওন প্রমুখ।