গাজীপুরে এবার ছুরিকাঘাতে যুবক নিহত

হোম পেজ » ঢাকা » গাজীপুরে এবার ছুরিকাঘাতে যুবক নিহত
শনিবার ● ৯ আগস্ট ২০২৫


একজনকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ

সাগরকন্যা প্রতিবেদক, গাজীপুর

 

গাজীপুরের শ্রীপুরে মাওনা ফ্লাইওভারের নিচে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছে। নিহত যুবকের নাম জুয়েল। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কয়েকজন যুবক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায়। ঘুমানোর কারণে জুয়েল ও অন্যদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়।

জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। আটককৃতদের নাম রাকিব ও রবিন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ৯:১১:২৮ ● ২১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ