সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও তিনজন গ্রেফতার

হোম পেজ » গণমাধ্যম » সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও তিনজন গ্রেফতার
শনিবার ● ৯ আগস্ট ২০২৫


গ্রেফতারকৃত সুমন, ফয়সাল হাসান ও শাহ জালাল- ছবি: সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের বাসন থানায় সাংবাদিক আসাদুজ্জামান (তুহিন) হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মো: ফয়সাল হাসান (২৩), পিতা-কিয়ামুদ্দিন হাসান, মাতা- ফিরোজা বেগম, পাচবাড়ীয়া, চাটমোহন, পাবনা এবং মো: শাহ জালাল (৩২), পিতা- হানিফ ভূঁইয়া, মাতা- ইংরাজুলনেসা, অনন্তপুর, হোমনা, কুমিল্লা অন্তর্ভুক্ত। এছাড়া সুমন (২৫) নামে আরেক আসামিকে চাপাতি ও সুইচ গিয়ারসহ আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা তুহিন হত্যার কিলিং মিশনে সরাসরি জড়িত। এর আগেও চারজনকে গ্রেফতার করা হয়েছিলো, যাদের মধ্যে মো: মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, মো: স্বাধীন এবং আল-আমিন রয়েছেন। তারা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল হাসান জানান, গ্রেফতারকৃত সবাই তুহিন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:২২:১২ ● ২১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ