বামনায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদের কবরস্থানে শ্রদ্ধা

হোম পেজ » বরগুনা » বামনায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদের কবরস্থানে শ্রদ্ধা
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫


বামনায় শহীদ ইসহাক জমাদ্দারের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন উপজেলা প্রশাসন ও কর্মকর্তারা।

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ মো. ইসহাক জমাদ্দারের (৪৮) স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন বরগুনার বামনা উপজেলার প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মৃত্যু আঃ আজিজ জমাদ্দারবাড়ি কবরস্থানে ফুল দিয়ে তার কবরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ, উপজেলা বন কর্মকর্তা মো. সাইদুর রহমান মানিক আকন, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. জাফরিন জাহান এবং বামনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বামনা উপজেলা জামে মসজিদের ইমাম মো. মফিজুর রহমান। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও এতে অংশ নেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে স্বৈরাচারবিরোধী বিজয় মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন মো. ইসহাক জমাদ্দার। তিনি বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের বাসিন্দা এবং মরহুম আঃ আজিজ জমাদ্দারের ছেলে ছিলেন। তার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত।

বাংলাদেশ সময়: ১৬:২১:৫২ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ