
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগে জনগণের পক্ষে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করুন, তারপর নির্বাচন দিন- এমন দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদী।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজিত গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাসুদ সাইদী অভিযোগ করেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে ঘটনা ঘটিয়েছে, তা প্রমাণ করে এখনো প্রশাসনের ভেতরে দালালচক্র সক্রিয় রয়েছে। যারা একটি জেলা সামলাতে পারে না, তারা কীভাবে জাতীয় নির্বাচন পরিচালনা করবে?
তিনি বলেন, আমরা নির্বাচন চাই, তবে সে নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা পক্ষপাতহীন, শান্তিপূর্ণ ভোট পরিবেশ চাই। নইলে দেশের জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে না।
জুলাই গণআন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই শহীদরা শুধু নির্বাচনের জন্য জীবন দেননি, তারা চেয়েছিলেন রাষ্ট্রের সংস্কার ও একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা। এই ৫ আগস্ট আমাদের জন্য একটি নবজাগরণের দিন।
২০২৩ সালের কিছু ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ১৪ আগস্ট পরিকল্পিতভাবে ‘কোরআনের পাখিকে’ হত্যা করা হয়েছিল, কিন্তু পরের বছরই আল্লাহ তাদের পরিণতি দিয়েছেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে মাসুদ সাইদী বলেন, এই সন্ত্রাসী সংগঠনের রাজনীতি স্থগিত করেই লাভ নেই। তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। যারা মনে করে সীমান্ত দিয়ে খুনি হাসিনা ঢুকে পড়বে, তারা বোকার স্বর্গে বাস করছে।
শেষে তিনি দাবি করেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরদি। আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি মো. জহিরুল হক ও সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ।