গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি ও আলোচনা সভা দশমিনায়

হোম পেজ » পটুয়াখালী » গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি ও আলোচনা সভা দশমিনায়
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫


গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি ও আলোচনা সভা দশমিনায়

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পটুয়াখালীর দশমিনায় বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় দশমিনা উপজেলা বিএনপি ও ছাত্রদলের একাংশের উদ্যোগে এ আয়োজন হয়।

দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রুহুল আমিন মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ছিদ্দিক আহম্মেদ, যুবদল নেতা আবু তালহা তুহিন, ফারুক হোসেন, ছাত্রদল নেতা আবুল বসার, হাসান, আ. রহিম, সজল রায়, নোবেল খান, কলেজ ছাত্রদল নেতা রাকিব হোসেন, লিংকন হোসেন ও সাফায়তে হোসেন।

বক্তব্যে রুহুল আমিন মোল্লা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি। অথচ অনেকেই তখন আন্দোলনে ছিলেন না। তিনি অভিযোগ করেন, দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের প্রতিহত করতে হবে, নয়তো বিএনপির পরিস্থিতি আরও দুর্বল হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০২ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ