জুলাই বিপ্লব নেছারাবাদে জামায়াত ও বিএনপির পৃথক কর্মসূচি

হোম পেজ » পিরোজপুর » জুলাই বিপ্লব নেছারাবাদে জামায়াত ও বিএনপির পৃথক কর্মসূচি
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫


জুলাই বিপ্লব দুর্নীতিবিরোধী: শামীম সাঈদী

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী শামীম সাঈদী বলেছেন, জুলাইয়ের বিপ্লব ছিল বৈষম্য ও দুর্নীতিবিরোধী। শেখ মুজিব স্বাধীনতার নেতৃত্ব দিলেও তার পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত। পিরোজপুরসহ দেশের রাস্তাঘাটের কাজ না করেই কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। আমরা সেই চোরদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নেছারাবাদ উপজেলা জামায়াত আয়োজিত গণজমায়েত ও শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ। জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনার পর একটি শোভাযাত্রা পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, একই দিনে নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের উদ্যোগে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এই র‌্যালির মাধ্যমে আমরা স্মরণ করছি সেই সাহসী ছাত্র-জনতাকে, যারা স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের রক্ত ও ত্যাগেই গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তাদের পথ অনুসরণ করেই আমরা আজও আন্দোলন চালিয়ে যাচ্ছি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ১৯:০০:২০ ● ১২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ