কুয়াকাটায় নারী কৃষকদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় নারী কৃষকদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা
বুধবার ● ৬ আগস্ট ২০২৫


 

কুয়াকাটায় নারী কৃষকদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় নারী কৃষকদের নিয়ে দুইদিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা পরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস-এর আয়োজনে গত ৬ ও ৭ আগস্ট কুয়াকাটার আপন ভুবন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালায় অংশ নেন ৩০ জন নারী কৃষক।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রশিক্ষক হিসেবে অংশ নেন আভাস-এর প্রকল্প ব্যবস্থাপক মো. এনামুল হক, মনিটরিং অফিসার নাসিরন খানম, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি ও লিয়াজো কো-অর্ডিনেটর মো. ইউনুছ, স্ট্রিট চাইল্ডের প্রতিনিধি ক্রিমিন্ট্রিনা হিয়া বাড়ৈ।

প্রশিক্ষণে সফল উদ্যোক্তার গুণাবলী, ব্যবসার পরিকল্পনা প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ ও গ্রাহক চাহিদা বুঝে কার্যকর উদ্যোগ গড়ে তোলার কৌশল নিয়ে বিশদ আলোচনা করা হয়।

সংগঠকরা জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো- গ্রামীণ নারী কৃষকদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি গড়ে তুলে আত্মনির্ভরশীল করে তোলা।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৪৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ