গৌরনদীতে বিএনপির সমাবেশস্থলে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিএনপির সমাবেশস্থলে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে বিএনপির সমাবেশ চলাকালীন হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গৌরনদী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপনের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে এই ঘটনা ঘটে।

নিহত মিরাজ ফকির আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাকাল গ্রামের মৃত মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাকাল ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হয়। বিএনপি নেতা মিরাজ ফকির তার ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ সমাবেশে যোগ দেন।

তবে প্রচণ্ড গরম ও তাপদাহে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোনায়েম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মেডিকেল পরীক্ষার আগে সুনির্দিষ্টভাবে মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। তবে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের আশঙ্কা করা হচ্ছে।

নিহত মিরাজ ফকিরের মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:২১:৫২ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ