বিদ্যুৎহীন ৬৭ হাজার গ্রাহক কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড

হোম পেজ » পটুয়াখালী » বিদ্যুৎহীন ৬৭ হাজার গ্রাহক কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড
সোমবার ● ৪ আগস্ট ২০২৫


কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের সংরক্ষিত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় হঠাৎ বিকট শব্দের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে গুরুত্বপূর্ণ ভোল্টেজ রেগুলেটর পুড়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কলাপাড়া স্টেশনের ইনচার্জ মো. সাহাদত হোসেন সাগরকন্যাকে বলেন,

আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নিই। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। সময়মতো নিয়ন্ত্রণে না আনলে আরও বড় বিপর্যয় ঘটতে পারত।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণে কলাপাড়া উপজেলার ৬২ হাজার এবং পার্শ্ববর্তী তালতলী উপজেলার ৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮:০৯:২৫ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ