বাবুগঞ্জে তিন শহীদের কবরে শ্রদ্ধা জানালো প্রশাসন

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে তিন শহীদের কবরে শ্রদ্ধা জানালো প্রশাসন
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫


 

বাবুগঞ্জে তিন শহীদের কবরে শ্রদ্ধা জানালো প্রশাসন

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাবুগঞ্জের তিন শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তাদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের নেতৃত্বে শহীদ ফয়সাল আহমেদ শান্ত, আব্দুল্লাহ আল আবির ও রাকিব আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলমসহ শহীদ পরিবারের সদস্যরা।

ইউএনও ফারুক আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। আমরা সবসময় তাদের পরিবারের পাশে আছি এবং সহযোগিতা করে যাচ্ছি।

উল্লেখ্য, আন্দোলনের সময় রাজধানীর ঢাকা মেডিকেল এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রাকিব আহমেদ। তিনি রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামের বাসিন্দা এবং সাউথইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। চট্টগ্রামের মুরাদপুরে আন্দোলনের সময় শহীদ হন পূর্ব রহমতপুরের বাসিন্দা ও এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। আর ঢাকায় নিহত হন দেহেরগতি ইউনিয়নের যুবক আব্দুল্লাহ আল আবির।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫৩ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ