ফলোআপ- কুয়াকাটা সৈকতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

হোম পেজ » কুয়াকাটা » ফলোআপ- কুয়াকাটা সৈকতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
বুধবার ● ৬ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে সেই কিশোর পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সাঁতার জানতেন না বলে তার সঙ্গীরা জানিয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে সকাল ১১টার দিকে গোসলে নেমে নিখোঁজ হন তিনি।

নিহত সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাদসহ সাতজনের একটি দল সোমবার মাগুরা থেকে কুয়াকাটায় ঘুরতে আসে এবং হোটেল সৈকতে ওঠে। পরদিন সকাল ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় সামাদ ও সেলিম রেজা গোসলে নামেন। এসময় হঠাৎ ঢেউয়ের তোড়ে সাঁতার না জানা সামাদ সাগরে তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ক্যামেরাম্যানরা উদ্ধার অভিযানে অংশ নেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে একই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাৎ হোসেন বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:১৪ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ