
সাগরকন্যা প্রতিবেদক, নোয়াখালী
ওমান ফেরত এক প্রবাসীকে আনতে গিয়ে প্রিয়জনদের হারালেন তিনি। বিমানবন্দর থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ শিশু ও ৪ নারী রয়েছেন। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে নোয়াখালীর চাটখিল ও চাঁদ্রগঞ্জের মধ্যবর্তী একটি সেতুর কাছে।
জানা গেছে, ওমানপ্রবাসী বাহার উদ্দিন মঙ্গলবার ভোরে দেশে ফেরেন। তাকে আনতে পরিবারের ১০ সদস্য একটি মাইক্রোবাসে করে ঢাকায় যান। ফেরার পথে সকাল ৭টার দিকে চাঁদ্রগঞ্জের সেতুর কাছে পৌঁছালে চালক হঠাৎ ঘুমিয়ে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। পানি বেশি থাকায় গাড়িটি দ্রুত তলিয়ে যায়।
প্রবাসী বাহার উদ্দিন, তার শ্বশুর, শ্যালিকা এবং চালকসহ মোট পাঁচজন কোনোমতে গাড়ির জানালা ভেঙে বের হতে পারলেও, ভিতরে আটকে থাকা চার শিশু ও তিন নারী আর বাঁচতে পারেননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযানে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবার পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না গেলেও, প্রবাসী বাহার উদ্দিনের স্ত্রী, সন্তান, শাশুড়ি, ভাগ্নে ও আত্মীয়স্বজন রয়েছে বলে জানা গেছে।
চাঁদ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ড্রাইভার সম্ভবত ঘুমিয়ে পড়েছিল। তাই গাড়ি সোজা খাদে পড়ে যায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাহার উদ্দিনের কান্না ও আর্তনাদে হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে। সন্তান, স্ত্রী, মা- সব হারিয়ে নিঃস্ব তিনি।