তবারক না পেয়ে বায়তুল মোকাররমে মুসুল্লীদের হট্টগোল

হোম পেজ » ঢাকা » তবারক না পেয়ে বায়তুল মোকাররমে মুসুল্লীদের হট্টগোল
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫


তবারক না পেয়ে বায়তুল মোকাররামে মুসুল্লীদের হট্টগোল

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি ও বেসরকারি পর্যায়ে আজ ৫ আগস্ট পালিত হচ্ছে, যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। গতবছর এই দিনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দিবসটি ঘিরে দেশজুড়ে দোয়া, মিলাদ ও উৎসবের আয়োজন হয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররাম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতবছর ৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান ছিল আজ জোহরবাদ। তবে দোয়া শেষে তবারক বিতরণকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।

উত্তরবঙ্গ থেকে আসা মুসল্লি নজরুল ইসলাম জানান, জোহর নামাজ শেষে মাইকিং করে সবাইকে দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু দোয়া শেষে মাত্র ২০-২৫টি তবারকের প্যাকেট একটি পলিথিন ব্যাগে এনে শতশত মুসল্লিকে বলা হয়, ‘আর কিছু নেই।’ একই বক্তব্য ছিল মসজিদের মুসুল্লী খন্দকার মাহবুব আলম, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখদের।

 

তবারক না পেয়ে বায়তুল মোকাররামে মুসুল্লীদের হট্টগোল

অংশগ্রহণকারী মুসল্লিদের অভিযোগ, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার দাওয়াত দেওয়া হলেও মাত্র কয়েকজনকে তবারক দিয়ে বাকিদের বাদ দেওয়া হয়। এতে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং হট্টগোল শুরু হয়। পরে পল্টন থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদের অফিসে বক্তব্য জানতে গেলে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:০০:০৯ ● ১৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ