চরফ্যাশনে উন্নয়ন তদারকিতে ইউএনও মিথির কঠোর অবস্থান

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে উন্নয়ন তদারকিতে ইউএনও মিথির কঠোর অবস্থান
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫


 চরফ্যাশন উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ইউএনও

শিপু ফরাজী, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ইউএনও রাসনা শারমিন মিথি। সম্প্রতি একাধিক ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেন ও সরকারি অবকাঠামোর নির্মাণকাজ সরেজমিনে ঘুরে দেখেন তিনি।

এসময় হাজারীগঞ্জ ইউনিয়নের উন্নয়ন প্রকল্প ঘুরে প্রকৌশলী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ওইদিন বিকেলে ‘উপজেলা প্রশাসন চরফ্যাশন’ ফেসবুক পেজে পরিদর্শনের ছবি পোস্ট করে ইউএনও লেখেন- হাজারীগঞ্জ, রসুলপুর, নূরাবাদ, চর মানিকা ও জিন্নাগড়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বৃষ্টির কারণে কাজ কিছুটা ধীরগতির হলেও প্রকল্প যেন সঠিকভাবে সম্পন্ন হয়, সেদিকে প্রশাসনের নজর রয়েছে।

তিনি কাজের মান যাচাই করে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীকে সতর্ক করেন। বলেন, জনগণের টাকায় হচ্ছে এই উন্নয়ন। অনিয়ম বা নিম্নমানের কাজ করলে কোনো বিল দেওয়া হবে না।

ফেসবুকে ছবিসহ পোস্টের পর স্থানীয়রা ইউএনওর এই দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এতে কাজের গতি ও মান নিশ্চিত হবে।

পরিদর্শনে ইউএনওর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চরফ্যাশন উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ইউএনও

উল্লেখ্য, রাসনা শারমিন মিথি ২০২৪ সালের ১৭ নভেম্বর চরফ্যাশনের ইউএনও হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি উন্নয়ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখছেন তিনি। স্বচ্ছতা ও মান নিশ্চিতে দ্রুতই তিনি একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ৯:১০:০৪ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ