আমতলী সড়কে আহত ১৫ স্বামীর কাছে যাওয়া হলো না আসমা’র!

হোম পেজ » বরগুনা » আমতলী সড়কে আহত ১৫ স্বামীর কাছে যাওয়া হলো না আসমা’র!
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


আমতলীতে একই দিনে সড়ক দুর্ঘটনা দু’টি: নিহত নারী, আহত ১৫

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সকালে একটি অটো থেকে পড়ে এক নারী মারা যান। বিকেলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয় বেশ কয়েকজন।

 

 

বাস খাদে, আহত ১৫

বুধবার বিকেলে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীফবাড়ী স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী জেএইচ ক্লাসিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন।

 

আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপরাজিতা (খুলনা), সুলতানা পারভীন (কুমিল্লা) ও রনজিৎকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আহত যাত্রী সুলতানা পারভীন জানান, কুয়াকাটা ভ্রমণ শেষে গ্রামের বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

 

অটো থেকে পড়ে নারীর মৃত্যু

একইদিন সকাল ৯টার দিকে খুড়িয়ার খেয়াঘাট–নোমরহাট আঞ্চলিক সড়কের বিশ্বাসের হাট এলাকায় বোরাক অটো থেকে পড়ে যান মুন্নি আক্তার আসমা (৩৫)। তিনি কলাপাড়ার ধানখালী ইউনিয়নের নোমরহাট এলাকার বাসিন্দা।

 

চট্টগ্রামে স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে রওনা দিয়ে আমতলী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

চালক মো. আব্দুল আলিম জানান, চলন্ত অবস্থায় হঠাৎ গৃহবধূ অটো থেকে রাস্তায় পড়ে যান।

 

স্থানীয়রা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরএমও ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

এছাড়া অপর দুর্ঘটনা প্রসঙ্গে ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, স্বজনদের আবেদনে ওই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৯:২০ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ