আমতলী যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রেফতার

হোম পেজ » বরগুনা » আমতলী যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রেফতার
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল-হাসান আরিফ গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল-হাসান আরিফকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ সড়ক থেকে তাকে আটক করা হয়। বিকেলে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক ইফতি হাসান ইমরান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

জানা গেছে, অ্যাড. আরিফ গত এক যুগ ধরে পৌর যুবলীগ সভাপতির দায়িত্ব পালন করছেন। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও তিনি তার পক্ষে আমতলী ও ঢাকায় লিফলেট বিতরণ করেন- এমন অভিযোগে ঢাকার ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় তাকে আসামি করা হয়।

 

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অ্যাড. আরিফকে ঢাকার একটি মামলায় গ্রেফতার  করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোর্ট উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, বিচারকের নির্দেশে তাকে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, অ্যাড. আরিফ-উল-হাসান আরিফ দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আমতলী পৌর যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন প্রায় এক যুগ ধরে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি সক্রিয় এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন।

তিনি একজন আইনজীবী হিসেবেও পরিচিত এবং রাজনৈতিক ও পেশাগত দুই পরিমণ্ডলেই সক্রিয়ভাবে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ২০:২০:৪০ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ