বাউফলে যাত্রী ছাউনিতে বৃদ্ধের লাশ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে যাত্রী ছাউনিতে বৃদ্ধের লাশ উদ্ধার
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


বাউফলে যাত্রী ছাউনিতে বৃদ্ধের লাশ উদ্ধার


সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি যাত্রী ছাউনি থেকে সুভাষ চন্দ্র শীল (৭৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বাউফল সদর ইউনিয়নের আফছেরের গ্যারেজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুভাষ চন্দ্র শীল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার স্বরমহল গ্রামের রাখাল চন্দ্র শীলের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে পটুয়াখালী সদর উপজেলার ভায়লা গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার অসুস্থ অবস্থায় সুভাষ শীলকে আফছেরের গ্যারেজ এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে যাত্রী ছাউনিতে নিয়ে যান। এরপর থেকেই তিনি ওই ছাউনিতে অবস্থান করছিলেন। বুধবার ভোরে তার নিথর দেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে বাউফল থানায় নিয়ে যায়। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, সুভাষ শীলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এএস/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৯:২১ ● ১৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ