ওয়াল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ পিরোজপুরে

হোম পেজ » পিরোজপুর » ওয়াল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ পিরোজপুরে
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


 ওয়াল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ পিরোজপুরে

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ওয়াল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে শহরের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ আয়োজন হয়।

 

শিশু ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ওয়াল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এরিয়া প্রোগ্রাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, ওয়াল্ড ভিশনের এপি ম্যানেজার মিল্টন সিং, চাইল্ড প্রোটেকশন অফিসার লিউনিডাস বৈদ্য, প্রোগ্রাম অফিসার মার্সিয়া হালদার ও রিপন হালদারসহ অন্যান্য ফ্যাসিলিটেটররা।

 

বক্তারা বলেন, নিজের জন্য কিছু করতে পারলে, সেটা পরিবার, সমাজ ও দেশের জন্যও উপকার বয়ে আনে।

 

অনুষ্ঠান শেষে ১,০০০ শিশুর মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মশারি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১২ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ