
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে শিশু অধিকার বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপির আয়োজনে সিডিপি অফিস সংলগ্ন মাঠে এই কার্যক্রম হয়।
প্রারম্ভিক বক্তব্যে সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস বলেন, শিশুদের অধিকার রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিপি প্রোগ্রাম ফ্যাসিলিটেটর দীনা রিছিল। এতে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ব্রাইন ভিনসেন্ট, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, অ্যাডমিন ম্যানেজার সুমন ডায়েস, স্বেচ্ছাসেবক জিহাদ, সানজিদা, অন্তুসহ অনেকে।
প্রচারাভিযানের মূল আকর্ষণ ছিল শিশু অধিকারের উপর নাটিকা ও জারি গান। কলাপাড়া উপকূলীয় থিয়েটার গ্রুপের পরিবেশনায় উপস্থিত সবাই শিশু অধিকারের গুরুত্ব উপলব্ধি করেন।
সিডিপি নেইচার অ্যান্ড পিচ ক্লাবের সভাপতি ফাতেমা বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের অধিকার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

সবশেষে ৩’শ শিশুকে একটি করে পানির মগ উপহার দেওয়া হয়। এতে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
আয়োজকরা মনে করেন, এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিশুদের অধিকার বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।