ক্ষমতাপ্রেমীরা পালাতে বাধ্য হবে দেশপ্রেমিকদের আওয়াজে: মুফতী রেজাউল করিম

হোম পেজ » পিরোজপুর » ক্ষমতাপ্রেমীরা পালাতে বাধ্য হবে দেশপ্রেমিকদের আওয়াজে: মুফতী রেজাউল করিম
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

ক্ষমতাপ্রেমীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে যদি দেশপ্রেমিকরা জেগে ওঠে- বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের দাবি ছিল- রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন।

 

তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের হৃদয়ে ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে, এটা কাজে লাগাতে হবে। ইসলামের পক্ষে ভোট আদায়ে আমরা চেষ্টা করছি। মানুষের দাওয়াত অব্যাহত থাকলে এই দেশে আর আগাছা মাথা তুলতে পারবে না।

 

তিনি আরও বলেন, দেশে এখন পরিবর্তনের সময়। যারা বারবার দেশ চালিয়ে ব্যর্থ হয়েছে, তাদের দিয়ে আর কিছু হবে না। এখন প্রয়োজন দৃশ্যমান বিচার, সুষ্ঠু সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন।

 

৫৩ বছরের শাসনে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণকে শুধু ধোঁকা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ এখন সন্ত্রাস, দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত হতে চায়। গণহত্যার বিচার আগে, তারপর সংস্কার, পরে নির্বাচন- এই ধারাবাহিকতাই আমাদের দাবি।

 

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান।

 

সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জেলা সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩১:০৮ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ