ফরিদপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

হোম পেজ » ঢাকা » ফরিদপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

 

ফরিদপুর সদর উপজেলার করিমপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহন ও ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে লোকাল বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দুর্ঘটনার পর করিমপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। এতে যানজট নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১২:১০ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ