সহায়তার আবেদন পটুয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সংকটে পরিবার

হোম পেজ » পটুয়াখালী » সহায়তার আবেদন পটুয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সংকটে পরিবার
সোমবার ● ২১ জুলাই ২০২৫


ক্লিনিকে এভাবেই রাখা হয় তিন নবজাতককে

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর আউলিয়াপুরে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ ফাহিমা আক্তার। তবে সন্তান জন্মের খুশি দীর্ঘস্থায়ী হয়নি। অর্থসংকটে পড়েছে পরিবারটি।

 

পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ আউলিয়াপুর গ্রামের আব্দুর রহমান হাওলাদারের স্ত্রী ফাহিমা ৬ জুলাই পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে দু’কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতকরা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

আব্দুর রহমান সাগরকন্যাকে জানান, তিনি একটি প্যাকেজিং কোম্পানিতে কাজ করেন। মাসে আয় মাত্র ১৫-১৬ হাজার টাকা। এই আয়েই চলে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ পিতাকে নিয়ে সংসার।

 

তিন সন্তানের জন্ম ও চিকিৎসা ব্যয়ে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। সামর্থ্যের অভাবে এখন খরচ চালাতে পারছেন না বলে জানান তিনি।

 

মানবিক সহায়তার আবেদন জানিয়ে তিনি সমাজের হৃদয়বান মানুষের প্রতি এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

সহযোগিতার জন্য যোগাযোগ নম্বর: ০১৩৩২৬০২৫৮৩

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৫ ● ৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ