বরগুনায় সেরা ৩৪ শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সম্মাননা

হোম পেজ » বরগুনা » বরগুনায় সেরা ৩৪ শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সম্মাননা
সোমবার ● ২১ জুলাই ২০২৫


এইচএসসি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শেষে তোলা গ্রুপ ছবি।

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় সেরা ৩৪ জন এইচএসসি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।

 

সোমবার দুপুরে বরগুনা জিলা স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসক শফিউল আলম শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

 

বরগুনা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ সম্মাননা দেয় জেলা শিক্ষা অফিস।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান ও বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান খান।

 

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪০:০৫ ● ৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ