মঠবাড়িয়ায় বিএনপি নেতা মামুন খানের বৃক্ষরোপণ কর্মসূচি

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় বিএনপি নেতা মামুন খানের বৃক্ষরোপণ কর্মসূচি
সোমবার ● ২১ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মঠবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।

 

সোমবার (২১ জুলাই) সকালে মঠবাড়িয়ার খাস মহল লতিফ বিদ্যালয়ে এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

 

এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা। গাছে খুঁটি ও নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

 

বৃক্ষরোপণের আগে শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তন ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

 

খাস মহল লতিফ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি বৃক্ষরোপণের মতো কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

 

এ আর মামুন খান বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও রাস্তার পাশে এই কর্মসূচি চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

 

এই কর্মসূচিতে সামাজিক সংগঠন ‘বৃক্ষ উৎসর্গ’ সহায়তা করছে।

বাংলাদেশ সময়: ১৭:০১:৪২ ● ৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ