গোপালগঞ্জে কারফিউ শিথিল, গ্রেফতার আতঙ্কে জনজীবন স্থবির

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে কারফিউ শিথিল, গ্রেফতার আতঙ্কে জনজীবন স্থবির
শনিবার ● ১৯ জুলাই ২০২৫


গোপালগঞ্জের রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি এমনই। ছবিটি শনিবার দুপুরে তোলা হয়েছে।

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জে তিনদিনের কারফিউ আজ শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক শিথিল করা হয়েছে। এ সুযোগে স্থানীয়রা জরুরি কাজ সারছেন। তবে, গ্রেফতার আতঙ্কে এখনো ঘর থেকে বের হচ্ছে না বেশিরভাগ মানুষ।

 

গত বুধবার এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে প্রাণ যায় ৫ জনের। আহত হন অর্ধশতাধিক। হামলার শিকার হয় গোপালগঞ্জ জেলা কারাগারও।

 

আহতদের অনেকে প্রথমে হাসপাতালে ভর্তি হলেও পরে গ্রেফতার আতঙ্কে গোপনভাবে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

 

সংঘর্ষের দুইদিন পর, শুক্রবার পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪৫০-৫০০ জনকে আসামি করে মামলা করে। এর পর থেকে শহরজুড়ে চলছে গণগ্রেফতার। পুলিশি অভিযানে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

কারফিউ শিথিল হলেও জনজীবনে নেই স্বস্তি। শহরের কিছু দোকানপাট খোলা থাকলেও রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম। ইজিবাইক ও ভ্যানচালকরা বলছেন, মানুষ বের হচ্ছে না, তাই যাত্রীও নেই।

 

নতুন করে অস্থিরতা ঠেকাতে শহরজুড়ে টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনী।

 

সর্বশেষ পরিস্থিতি এবং গ্রেফতারের সংখ্যা জানতে চাইলেও সংশ্লিষ্টদের কেউ কথা বলতে রাজি হয়নি।

বাংলাদেশ সময়: ১৫:০২:১৬ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ