মাফিয়া সিস্টেম পাহারা দিতে নতুন দল জন্ম নিয়েছে- নাহিদ ইসলাম

হোম পেজ » পটুয়াখালী » মাফিয়া সিস্টেম পাহারা দিতে নতুন দল জন্ম নিয়েছে- নাহিদ ইসলাম
সোমবার ● ১৪ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমকে বদলাতে চাইলেও এখন সেই সিস্টেমকে পাহারা দিতে নতুন দলের আবির্ভাব ঘটেছে।

 

সোমবার (১৪ জুলাই) দুপুর পৌনে ২টায় পটুয়াখালী শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, একসময় এই দুর্নীতির সিস্টেমকে পাহারা দিত একটি দল। এখন নতুন আরেকটি দল সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা শুধু হাসিনার পতন নয়, সেই সিস্টেম ও ফ্যাসিবাদী রাজনীতির পতন চেয়েছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের আন্দোলনে নেমেছি।

 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে এখনও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ডিজিএফআইসহ স্টাবলিশমেন্টগুলো অভ্যুত্থান শক্তির বিরুদ্ধে কাজ করছে। বিভাজন তৈরি করছে।

 

সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতাদের দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা হচ্ছে। কিন্তু আমরা এর জবাব দেব জনসমর্থনের শক্তিতে।

 

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা এখন মুজিববাদী সংবিধানের রক্ষক হিসেবে চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়াচ্ছে। বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে।

 

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, শামান্তা শারমিন, খান তালাত মাহমুদ রাফি ও মুজাহিদ শাহীন।

 

এর আগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বিশাল পদযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। পদযাত্রায় হাজারো ছাত্র-জনতা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬:২১:১৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ