
সাগরকন্যা প্রতিবেদন, আমতলী (বরগুনা)
আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় আমতলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সদস্য মো. হেলাল প্যাদা লিখিত বক্তব্যে বলেন, চেয়ারম্যান মিঠু মৃধা বিভিন্ন ভাতা, ওয়ারিশ সনদ ও প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করছেন। তিনি অভিযোগ করেন, ভুয়া প্রকল্প দেখিয়ে বাবার নামে অর্থ নিয়েছেন এবং ঘুষ ছাড়া কোনো সেবা দিচ্ছেন না।
হেলাল প্যাদা আরও বলেন, এসব অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সদস্য ও যুবদল সভাপতি ফিরোজ খান তাপসকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য তাপস খানের স্ত্রী জাকিয়া বেগম বলেন, তার স্বামীকে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি সাবেক বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরকে এ ঘটনার মদদদাতা হিসেবে অভিযুক্ত করেন।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মিঠু মৃধা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাপস নিজের অপকর্ম ঢাকতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। বরং তিনিই আমাকে তুলে নিতে সন্ত্রাসী হামলা করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।
অভিযোগের বিষয়ে আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।