কুয়াকাটা বঙ্গবন্ধু স্কুলের নাম পরিবর্তন করে সাইনবোর্ড স্থাপন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা বঙ্গবন্ধু স্কুলের নাম পরিবর্তন করে সাইনবোর্ড স্থাপন
রবিবার ● ১৩ জুলাই ২০২৫


কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের পরিবর্তিত সাইনবোর্ড স্থপেনের সময় ছবিটি তোলা হয়েছে।

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‌’কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়’। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই পরিবর্তন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান।

 

জানা গেছে, রোববার (১৩ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন সাইনবোর্ড স্থাপন করেন স্কুল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খলিলুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সাবেক সভাপতি শিক্ষক মাও: মাঈনুল ইসলাম মন্নান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত অতিথিদের মিষ্টিমুখের আয়োজন করেন।

 

প্রধান শিক্ষক জানান, নতুন নামের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটেছে। আমরা শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

 

নাম পরিবর্তন নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

 

উল্লেখ্য, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে পরিচিত হয়ে আসছিল। এবার সারা দেশের মত নাম পরিবর্তনের ছোঁয়া এখানেও লেগেছে।

বাংলাদেশ সময়: ২২:২৩:৩৪ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ