সাতক্ষীরায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

হোম পেজ » খুলনা » সাতক্ষীরায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫


গ্রেফতারকৃত গণধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

সাতক্ষীরায় গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি দেলোয়ার (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার দুপুরে সদর উপজেলার বকচরা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত দেলোয়ার সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে।

 

র‌্যাব জানায়, গত ১৭ মে ভোররাতে স্থানীয় এক মৎস্য ঘের ও মুরগির খামারে বসবাসকারী নারীকে জোরপূর্বক ধর্ষণ করে কয়েকজন বখাটে যুবক। ভিকটিম নিজেই সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। মামলার পর থেকে দেলোয়ার পলাতক ছিল।

 

র‌্যাব-৬ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব জানিয়েছে, পলাতক আসামি ও ধর্ষণ মামলার অভিযুক্তদের ধরতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:৪১:২৫ ● ১৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ