গৌরনদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫


গৌরনদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে খেয়া নৌকা থেকে পড়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শাওন মাতুব্বর (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে পালরদী নদীর হোসনাবাদ-নাজিরপুর খেয়াঘাট এলাকা থেকে স্থানীয়রা তাঁর ভাসমান মরদেহটি উদ্ধার করে। নিহত শাওন মাতুব্বর মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের রতন মাতুব্বরের ছেলে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, সোমবার (৩০ জুন) ভোরে খেয়া পার হওয়ার সময় মাথা ঘুরে শাওন নৌকা থেকে নদীতে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫২:১৩ ● ৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ